আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে দৃষ্টিনন্দন শিশু কর্নার উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলা সরকারি গণগ্রন্থাগার কিশোরগঞ্জে দৃষ্টিনন্দন শিশু কর্নার উদ্বোধন করা হয়েছে।বুধবার গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবুবকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  একজন শিশুর মাধ্যমে জেলা সরকারি গণগ্রন্থাগারে দৃষ্টিনন্দন শিশু কর্নার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি ( শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম , কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তরের  লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন ,বীর মুক্তিযোদ্ধা  মোঃ সিদ্দিক হোসাইন, বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ শাখার সভাপতি  মোঃ রুহুল আমিন, সদর শাখার সভাপতি  আমিনুল হক সাদী,সাধারণ সম্পাদক শামছুজ্জামানসহ গণমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ