আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের ভৈরবে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে ৬ কেজি গাঁজাসহ মোছা. তাসলিমা আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর)সকালে ভৈরবপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মোছা. তাসলিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ধলাধান কুইন্না নদীর পাড়ের মো.আব্দুল রশিদের মেয়ে।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় নারী অফিসার-ফোর্সের সহায়তায় ভৈরবপুর বাস টার্মিনাল এলাকায় থেকে অভিনব কায়দায় স্কুল ব্যাগের ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো সর্বমোট ৬ কেজি গাঁজা উদ্ধারসহ নারীকে আটক করে ও মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করে।

এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ