আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মোঃ বাহাদুর আলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ