-
- Uncategorized
- কিশোরগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
- Update Time : সেপ্টেম্বর, ১৯, ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ
- 139 View

জেলার পাকুন্দিয়ায় কৃষক আখতারুজ্জামান (৭০) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন। এছাড়াও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন , মৃত আব্দুল গফুরের ছেলে তিন ছেলে আসাদ মিয়া , কাশেম মিয়া ও ফালান মিয়া । অপর তিনজন হলেন আবুল কাশেমের ছেলে এনামুল হক,আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ।
রায় ঘোষণার সময় আসামি আল আমিন ও এনামুল হক ছাড়া অন্য পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে চরকাওনা নতুন বাজারে থেকে বাড়ি ফেরায় পথে আসামিরা রামদা, কিরিছ, লোহার রড, লাঠিসোটা দিয়ে নিহত কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে।
পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। পরদিন ২৮ ডিসেম্বর সকালে অবস্থা অবনতি হলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে ২৮ ডিসেম্বর তার স্ত্রী আশরাফুন্নাহার বাদি হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে চার্জশিট দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন ম. সালেহীন সিদ্দিক।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ