স্টাফ রিপোর্টার :বিশ্ব নদী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে নরসুন্দা বাঁচাতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) প্রতিনিধিরা ।সোমবার ২৫সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সৈয়দ নজরুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শরীফ আহম্মেদ সাদীর সভাপতিত্বে মানববন্ধনে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ছাত্রী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) কিশোরগঞ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ,শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজা সুলতানা লিপি,আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন,নরসুন্দায় শহরের ময়লা আবর্জনা ফেলতে ফেলতে নদীকে ধংস করে দিচ্ছে।আজকে বিশ্ব পরিবেশ দিবসে একটাই চাওয়া এই নরসুন্দাকে বাঁচাতে প্রশাসনসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।নরসুন্দা নদ কে তিলে তিলে নিঃশেষ করছে আমাদের চোখের সামনে অথচ এই শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা নদী আজ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের সকল বাসা,হাসপাতাল,রেষ্টুরেন্ট এমনকি বাজারের পানিও নরসুন্দায় ড্রেন করে দেওয়া হয়েছে। এই নরসুন্দার পানি আজকে বিষাক্ত। আমরা নরসুন্দা নদীকে বাঁচাতে পরবর্তী সময়ে সকল স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তুলা হবে।