নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়ের (বোদা-দেবীগঞ্জ) সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের প্রয়াণ দিবসে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান রুমির সভাপতিত্বে
সোমবার (৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহ- সাধারণ সম্পাদক রঞ্জিত সরকারের সঞ্চালনায় এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিপিবি’র সাবেক সভাপতি ড. এনামুল হক ইদ্রিস, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম,জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম সাত্তার,অ্যাড. হাসান ইমাম রঞ্জু, নুরুল হুদা দুলাল,অধ্যাপক ফরিদ আহম্মেদ,ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম শাহজাহান,সমাজ সেবক তাজউদ্দিন আহমেদ বকুল প্রমুখ।
সমাজতন্ত্র-সাম্যবাদ ও মার্ক্সবাদ-লেনিনবাদের আদর্শের প্রতি ফরহাদ ছিলেন একনিষ্ঠভাবে আত্মনিবেদিত। তাঁর সমস্ত জীবন, সত্তা ছিল সর্বতোভাবে পার্টির জন্য নিবেদিত। কমরেড ফরহাদ ও কমিউনিস্ট পার্টি ছিল এক নাড়িতে বাঁধা,অভিন্ন সত্তা। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন একজন জাতীয় নেতা।