আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ৭০ কেজি গাঁজাসহ সুমন (২৩) ও সাদ্দাম হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা টু সিলেট মহাসড়কের দক্ষিন পার্শ্বে থেকে ৭০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ভৈরব পঞ্চবটি এলাকার জালাল মিয়া ছেলে সুমন ও একই এলাকার মৃত গোলাপ মিয়া ছেলে সাদ্দাম হোসেন।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশের এসআই মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভৈরবপুরে ঢাকা টু সিলেট মহাসড়কের দক্ষিন পার্শ্বে বিপ্লব সুপারমার্কেটস্থ মেসার্স আজমির ফল ভান্ডারের সামনে একটি নোয়া মাইক্রোবাসে অভিযান পরিচালনা করে আসামিদের হেফাজত থাকা ৭০কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ