আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০ বহু হতাহতের শঙ্কা

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার বহু হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে।

ভৈরব উপজেলার নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ ১৭ মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের ৩ বগি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশনে মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ