প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ
অভিনব কায়দায় লাশ সাজিয়ে এম্বুলেন্সে করে মাদক পাচারের সময় আটক

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স করে ২৫০পিস ফেন্সিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫) রেখে পালিয়ে যায় চালক।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা সদরের ফুলবাড়ী -নাগেশ্বরী সড়ক থেকে এসব মাদক আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকবাহী ওই অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী থানা পুলিশের টহল জীপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স রেখে চালক পালিয়ে যায়। এ সময় পুলিশের টহল দলটি তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, চালক এসব মাদক সিটের ওপরে চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ব্যাপারে পলাতক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরাধীকে শনাক্তের বিষয়ে তদন্ত চলছে।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.