ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন শেষ হয়।
এতে মোহাম্মদ আলী সভাপতি ও মো. আনিছুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মো. জুবায়ের হোসেন,সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত কুমার সরকার (কমল), সাংগঠনিক সম্পাদক পদে এম এ নুরুল হক, কোষাধ্যক্ষ পদে মো.শফিকুল ইসলাম (সেলিম) দপ্তর সম্পাদক পদে মো. তাজুল ইসলাম এবং সদস্য পদে মো. দেলোয়ার হোসেন,সাংবাদিক মো. নাজিম উদ্দিন, মো. নুরুল হুদা, মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মো. লুৎফর রহমান। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো.মাহাবুবুর রহমান ও মো. আশিকুল ইসলাম শ্যামল।