আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও সমাবেশ উদযাপন

নিজস্ব প্রতিবেদক :কিশোরগঞ্জে নানা আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিনটি উপলক্ষে গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চ এলাকায থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর মুক্তমঞ্চে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি এম এ হালিম তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মো: ফারুকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো: শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সদস্য অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, লায়ন এস এম জাহাঙ্গীর আলম, মো. হুমায়ুন কবির, সাংবাদিক তাসলিমা আক্তার মিতু,হাকিম সুলতান আহমেদ, সাংবাদিক জাহাঙ্গী শাহ্ বাদশাহ্, অধ্যাপক হারুনুর রশিদ, হাজী আবু সাঈদ, লতিফা আক্তার, মো: রুবেল মিয়া, মো: আজিজুল হক প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ