আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে আন্ত:জেলা চোর চক্রের প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে একাধিক ওয়ারেণ্টভূক্তসহ ১৫ মামলার আসামি আন্ত:জেলা চোর চক্রের প্রধান মেহেদি হাসান অমিত (৩৫) কে গ্রেপ্তার করেছে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার শিমুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মেহেদি হাসান অমিত করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল গ্রামের স্বপন ওরফে জামাল ওরফে জামানের ছেলে।

করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদি হাসান অমিত আন্ত:জেলা চোরচক্রের প্রধান। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, গাজীপুর মেট্রো ও সিলেট মেট্রোসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে করিমগঞ্জ থানায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবী ছিল।

করিমগঞ্জ থানার পুলিশ এএসআই মো. আলমগীর কবির সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদি হাসান অমিত এর অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে করিমগঞ্জেউপজেলার শিমুলতলা এলাকায় করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ