আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে এরশাদ উদ্দিনের কম্বল বিতরণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: করিমগঞ্জে ১৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা এরশাদ উদ্দিন।

শুক্রবার বেলা ১১টার দিকে নিয়ামতপুর ইউনিয়নে তার ইটভাটার সামনে এসব কম্বল বিতরণ করা হয়।

এরশাদ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য।ব্যক্তিগত অর্থায়নে তিনি এসব কম্বল বিতরণ করেছেন। এরশাদ জানান, এর আগেও তিনি সহযোগিতা নিয়ে গরিব ও অসহায় মানুষের পাশে ছিলেন । দুই একদিনের মধ্যে করিমগঞ্জ ও তাড়াইলে আরো তিন হাজার কম্বল বিতরণ করবেন তিনি।

কম্বল বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান পল্টু, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা মো: আবু সাঈদ, গুজাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাদশা, জয়কা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, দেখুন দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার প্রমুখ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ