কিশোরগঞ্জ প্রতিনিধি:নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরী হল রুমে দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এতে সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম খোকন ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার কামরুল হাসান বাদলসহ ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
দ্বি-বাষিক সাধারন সভায় নিসচা’র উপদেষ্টা কিশোর জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. খালেকুজ্জামান,উপদেষ্টা জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু আ লতিফ ,কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তারসহ ৮০ জন নিসচার সদস্য সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিসচা’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্জন ও মহাসচিব লিটন এরশাদ এর অনুমতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার শিল্পী আবুল হাসেম সহকারী কশিনার আব্দুর রহমান রুমি ও প্রদীপ কুমার সরকার ২০২৪-২০২৬ মেয়াদের নবগঠিত কমিটির অনুমোদন করেছেন।