আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে বই মেলা উদ্ভোধন

এম এ আকবর খন্দকারঃ- কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শিক্ষক পল্লী এলাকায় অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে বই মেলার আয়োজন করা হয়েছে।

শিশু-কিশোর সাহিত্য একাডেমির সহযোগিতায় ও সিদ্দিক স্মৃতি পাঠাগারের সমম্মনে ২দিনব্যাপী মেলা উদ্ভোধন করেন বে-সরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন। মিশন স্কুলের প্রিন্সিপাল উজ্জল রাকসাম’র সভাপতিত্বে, সিদ্দিক স্মৃতি পাঠাগারের সভাপতি ডাঃ মাহফুজা সুলতানা রোমার সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক ছিলেন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ ফিরোজ উদ্দীন ভূঁইয়া, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার।

অবিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন কামরুল হাসান, লাকি বাড়ৈ। অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, অবিভাবক সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ