আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

জেলার পাকুন্দিয়ায় চাঞ্চল্যকর আবদুল মালেক হত্যা মামলার প্রধান আসামি আজিজুল হক (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ২১ ফেব্রুয়ারী রাত ৯ টার সময় নরসিংদী জেলার মনোহরদী এলাকায়
অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া, আজিজুল হক জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব কুমারপুর এলাকার মৃত আইজ উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য শালিস শেষে
গত রোববার ৪ঠা ফেব্রুয়ারি দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ওইদিনই রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মালেক । তিনি উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরদিন নিহতের ছেলে মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনা গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের
জন্য জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ