আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ৭ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. পারভেজ মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী করিম উল্লাহ।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৭ দিনব্যাপী বই মেলায় বিভিন্ন লাইব্রেরি ও প্রকাশনীর ৩০টি স্টল রয়েছে।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ