আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঠে গড়াবে নারী বিপিএল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে পুরুষদের বড় ঘরোয়া টুর্নামেন্ট হলো বিপিএল। নারীদের ফ্রাইঞ্চাইজি লিগ চালুর দাবি বহুদিনের। এবার বিপিএলের আদলে নারীদের টুর্নামেন্ট চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য সময় জানানো হয়েছে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে।

নারীদের ফ্রাঞ্চাইজি লিগ চালুর বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। -সময়টিভি

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষের পাশাপশি এগিয়েছে দেশের নারী ক্রিকেট। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে আনে টাইগ্রেসরা। নিগার সুলতানা, নাহিদা, মারুফারা এখন বিশ্বব্যাপী পরিচিত তারকা।

নাদেল জানিয়েছেন, আমি আশাবাদী। ভেন্যু ও সবকিছু সমন্বয় করতে পারলে এ বছরই সেটা শুরু হবে। চারটা দল হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা দল নিতে আগ্রহী, আমরা তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখব।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ