আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাড়াইলে প্রতিপক্ষের হামলায় ট্রলিচালক নিহত

জেলার তাড়াইলে কবরস্থানের মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে উজ্বল মিয়া (৪০) নামে এক ট্রলি চালক নিহত। বুধবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া এলাকায় কবরস্থানের মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে ট্রলিচালক মো. উজ্বল মিয়া ও প্রতিবেশী আকরাম মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘটে। এক পর্যায়ে আকরাম মিয়া ট্রলি চালক উজ্বল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। পরে স্থানীয়া লোকজন গুরুতর আহত অবস্থায় উজ্বল মিয়াকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের প্রার্থমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ