আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
মন খারাপের দেশে শাহীন সুলতানা
…………………………………….
মন খারাপের দেশে যাবি ?
চোখের জলে সমুদ্র বহে,
কলিজা ঠাটায় যন্ত্রণাতে,
না পাওয়ারা করছে শুধু
চেচামেচি
রক্ত ক্ষরণ হচ্ছে মাথায়
আমি যে তাও ভালো আছি ।
যাবি নাকি ?
আয় চলে আয়
আমি তো আছি !
Comments are closed.