আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মেঘনায় ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার 

 কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় আরও এক শিশুর মরদেহ
 উদ্ধার করেছেন ডুবুরিরা। ভৈরব নদী ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অফিসার আজিজুল হক রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে নিহত পু‌লিশ কন‌স্টেব‌ল সো‌হেল রানার ছে‌লে রাইসুলের ভাসমান মর‌দেহ উদ্ধার করা হয়।
ট্রলারডু‌বিতে নিহতরা হলেন-ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, তার স্ত্রী মৌসুমী বেগম, ছে‌লে রাইসুল ও মেয়ে ইভা, শিশু আরাধ্য, রুপা দে, সুবর্না আক্তার, নরসিংদী জেলার বেলাবো উপজেলার আনিকা ও বেলন দে।
গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী‌তে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় পর্যটকবাহী ট্রলার। এতে এই হতাহ‌তের ঘটনা ঘ‌টে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ