প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
নানা আয়োজনে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও তথ্যপ্রযুক্তিনির্ভর সুখীসমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ পৌরসভাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধানিবেদন করেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পুলিশ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, নিরাপদ সড়ক চাই পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ সব শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.