আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের ইটনায় ২০কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের ইটনায় ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ অপু মালাকার(১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল(উথারিয়াপাড়া) গ্রামের মৃত মন্টু মালাকারের ছেলে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ইটনা থানার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার অটো স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান হাবীব জানান, অপু মালাকার একজন মাদক কারবারি সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে। তাকে আমিরগঞ্জ বাজার অটো স্ট্যান্ড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে ইটনা থানার পুলিশ।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ