আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

প্রতিদিন সংবাদ ডেস্ক :কিশোরগঞ্জে আস্থা-৯৩ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ইসলাহুল মুসলিমিন পরিষদের অর্থায়নে ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার(১৭ মে) বিকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি কৃষি গবেষণা ইনস্টিটিউট কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুব এইচ শাহীন বিশেষ অতিথি যুগ্ম-সম্পাদক জি.আর হায়দার।

এ সময় মোঃ শফিকুল ইসলাম, এ,বি,এম, সিদ্দিক, মোঃ ইয়াহিয়া খন্দকার, লুৎফুল কবির, আশরাফুল আলম টিটু, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ অ্যাডভোকেট শামছুল আলম, সাইফুল ইসলাম,এ,বি,এম, রবিউল্লাহ্, মোঃ আমিনুল হক শামীম, মোঃ শফিকুল ইসলাম,শ্যামলসহ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ