তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জে ৪টি উপজেলার কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন ভোটাররা।
জেলার তাড়াইল উপজেলা পরিষদের নির্বাচনে বেলা সারে বারটার দিকে ভোট দিতে আসেন প্রতিবন্ধী সাজ্জাদুর রহমান।
উপজেলার ৫৪নং হাজ্বী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্কুলের ভিতরে প্রায় ৫০০ ফিট মাঠে দুই হাতে ভরকরে ভোটকক্ষে প্রবেশ করেন। সেখানে নিজেই ভোটাধিকার প্রয়োগ করেন।
জীবন সায়াহ্নে এসে সাজ্জাদুর রহমান নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সাচাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
ভোট দেওয়া শেষে সাজ্জাদুর রহমান বলেন, আমার বাড়ি সাচাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড।ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আমার বয়স ৪৮ বছর আমি জন্মগত প্রতিবন্ধী প্রথমেই রিকশা, তারপর স্কুলের গেইট থেকে প্রায় ৫০০ ফিট মাঠের ভিতর প্রবেশ করে ভোট দিতে পেরে অনেক খুশি।
তাড়াইল ৫৪ নং হাজ্বী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: আনিসুজ্জামান বলেন, ‘সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ২০ জন। পুরুষ ভোটার ২৪৯৩ মহিলা ভোটার ২৫২৭জন। এর মধ্যে
দুপুর সারে বারটায় পর্যন্ত এই কেন্দ্রে পুরুষ ৮৭৯ মহিলা ৯৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।