আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে বাজিতপুরে নির্বাচিত হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে কিশোরগঞ্জের বাজিতপুরে চেয়ারম্যান পদে রেজাউল হক কাজল, ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক বেসরকারি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী রেজাউল হক কাজল। তিনি পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৬৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে কাসেদ মাস্টার পেয়েছেন ১৫৩৬২।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৪২ ভোট, তার নিকটতম প্রার্থী আরিফা হোসেন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৭৭২ ভোট।

বুধবার (৫ জুন) রাত সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৬৫৭ জন, মোট মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৯১২ জন ও হিজরা ভোটার রয়েছে ১ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৫ টি। বাজিতপুর উপজেলায় ভোট কাস্টিং হয়েছে ২৬.৭৩ শতাংশ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ