আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাখাল ছেলে-সৈয়দুল ইসলাম

কবি-সৈয়দুল ইসলাম-রাখাল ছেলে

রাখাল ছেলে রাখাল ছেলে
মাঠে তুমি যাও,
আষাঢ় মেঘে ঢাকছে আকাশ
সঙ্গে ছাতা নাও।
দমকা হাওয়া করবে ধাওয়া
কোথায় নেবে ঠাঁই?
বৃষ্টিপাতে সঙ্গী হবে
মাথার ছাতাটাই।
মেঘের ভেলা করছে খেলা
নীল আকাশের বুকে,
রোদ বৃষ্টি সঙ্গী তোমার
জীবন ভরা দুখে।
গরু মহিষ চরাও মাঠে
আঁধার সাঁঝের বেলা,
ঝড় বৃষ্টি বজ্রপাতেও
দায়িত্বে নেই হেলা।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ