প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ
স্মৃতির দহন-সুলেখা আক্তার শান্তা

স্মৃতির দহন -সুলেখা আক্তার শান্তা
তোমার জন্য এ হৃদয় আজও কাঁদে।
হৃদয় থেকে মুছে না তোমার স্মৃতি।
স্মৃতির বেড়াজালে ঘিরে রেখেছে আমাকে।
তোমার ভালোবাসায় হৃদয়কে করছে ক্ষত বিক্ষত।
এ হৃদয় পুড়ছে বেদনার প্রহরে।
নিবিড় জ্বালায় জ্বলছি আমি অহর্নিশি।
যেখানেই যাই সেখানেই চোখের সামনে
ভেসে ওঠে তোমার স্মৃতি।
তুমি ছাড়া এ পৃথিবী শূন্য মরুভূমি।
আলোর মাঝে অন্ধকার আসে
তুমি বিহীন দু’ চোখের সামনে।
এ হৃদয় বোঝেনা তুমি ছাড়া কিছু।
পাবোনা তোমায় আর জানি
তবুও নিয়ে বাঁচবো তোমার স্মৃতি।
মনের গহীনে থাকবে শুধু তুমি আর তুমি।
প্রতিটি ক্ষণ বলে, দেয় তুমি নেই কাছে।
তুমি ছাড়া কি আশা নিয়ে বাঁচব
জানেনা এ মন যে।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.