ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ ও হোসেনপুরের বিভিন্ন অসহায় এবং অসুস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদানের নয় লক্ষ টাকা চেক বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি আজ শনিবার বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা আওয়ামী লীগ সদস্য শাহ মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরীফ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক পর্যায়ে দেশের সাধারণ মানুষের পাশে আছেন। তিনি দিনরাত দেশের মানুষের সেবা করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি শক্ত হাতে দূরদর্শিতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উপস্থিত সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।