প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজন আটক

কিশোরগঞ্জের ভৈরবে ১০০ পিস ইয়াবা ও ৪০ পিস ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- আল-মামুন সরকার (২৪) তিনি ভৈরব কমলপুর সরকার বাড়ীর হাবিবুর রহমান সরকারের ছেলে।আব্দুস ছাত্তার (৭০) তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার কাপনা এলাকার মৃত খোরশিদ আলীর ছেলে একই এলাকার মোঃ সামছুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২১)কে আটক করে পুলিশ।
বৃধবার (১২ জুন) দুপুরে ভৈরবপুর সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার উওরে ঢাকা-সিলেট মহাসড়ক নাটালের মোড়ে এলাকায় এস আই মো: মোবারক হোসেন ও মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আব্দুস ছাত্তার ও সাইদুল ইসলামকে ৪০ পিস ফেন্সিডিলসহ আটক করে।
এর আগে কমলপুর আল-মদিনা মেডিকেল সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে আল-মামুন সরকারকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।
আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.