স্টাফ রিপোর্টার : নির্বাচনের আড়াই বছর পর করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার আদেশ দিয়েছেন আদালত।
গত রোববার জেলা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও জেলার সিনিয়র সহকারী জজ মো: সিরাজুল ইসলাম এ আদেশ দেন। ২০২১ সালে অস্ত্র দেখিয়ে কেন্দ্র দখল, ব্যালট বই লুট, জাল ভোট, কারচুপি ও অনিয়মের অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে করে এ মামলা করা হয়।
মামলায় বাদি অভিযোগ আদালতে প্রমাণ করতে পারায় আদালত আবার ভোটের ব্যালট গণনার আদেশ দেন। আদেশ অনুযায়ী ইউনিয়নটির ৫ নম্বর ওয়ার্ডের হাইধনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট আগামী ২৯ জুলাই আবার গণনা হবে।বাদি-বিবাদী ও উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালতে ভোট গণনা করা হবে।
জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর উপজেলার ২ নম্বর গুজাদিয়া ইউনিয়ন পরিষদের ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। লিখিত ফল ঘোষণায় রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তার তথ্য বিবরণীতে ভোটের হিসাবের গরমিল ছিল। এরপরেও নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়।
ভোটের ওই ফল বাতিল ও ভোট পুনরায় গণনার দাবিতে নির্বাচনের চারদিন পর, ১৬ নভেম্বর ২০২১ তারিখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম তুহিন মামলা করেন।
ট্রাইব্যুনালের বিচারক মামলার পরিপ্রেক্ষিতে একটি রায় দেন। রায়ে আদেশ ছিল গত ৩ মার্চ তারিখে পুনরায় ভোট গণনা হবে। মামলার বিবাদী বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাসুদ ট্রাইব্যুনালের ওই আদেশ স্থগিত চেয়ে পিটিশন দাখিল করেন। আদালত স্থগিতাদেশ দেন। পরে আবার ওই আদেশ বহাল রেখে রায় দেন।
সর্বশেষ আদালত বাদি ও বিবাদীপক্ষের আরজি এবং জবাব পর্যালোচনা করে আজ এই আদেশ দেন।