আজ ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদী থেকে জেল পালানো ট্রিপল মার্ডার মামলার আসামি পাকুন্দিয়ায় গ্রেফতার 

কিশোরগঞ্জ প্রতিনিধি : নরসিংদী কারাগার থেকে পালিয়ে আসা বাদল মিয়া (৫৫) নামে এক হাজতিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতার বাদল মিয়া নরসিংদীর একটি ট্রিপল মার্ডার মামলার আসামি।
তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। জেল থেকে পালিয়ে এসে তিনি তার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জেল পালানো বাদল নরসিংদী জেলার শিবপুর থানায় ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ট্রিপল মার্ডার মামলার আসামি।
স্ত্রী-সন্তানসহ বাড়িওয়ালাকে হত্যার দায়ে তার বিরুদ্ধে ওই মামলা হয়েছিল। মামলার পর গ্রেফতার হয়ে তিনি নরসিংদী জেলা কারাগারে ছিলেন।
বাদলকে গ্রেফতারের বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু।
শুক্রবার নরসিংদীর জেল থেকে মোট ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। এর একজন বাদল মিয়া।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ