প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে ৯ দফা দাবিতে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের পুরাতন থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে রেল স্টেশন এলাকায় ৯ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে অংশ নেন।
এ সময় ‘আমার ভাই মরলো কেন শেখ হাসিনা জবাব চাই’, ‘জবাব তোমায় দিতে হবে, নয়লে গদি ছাড়তে হবে’, ‘পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানে ফিরে যা’, ‘তুমি কে আমি কে সমন্বয়ক, সমন্বয়ক’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে পুলিশ এসে কথা বললে তারা স্থান ত্যাগ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলামসহ কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.