আজ ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আদালতের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সারা দেশে ছাত্র-জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার, হামলা, মামলা, ঘুম ও খুনের প্রতিবাদে কিশোরগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের ব্যাপক অবস্থানের মধ্যেও বিভিন্ন গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় আইনজীবীদের একাংশ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ