প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের গণমিছিল-সমাবেশ

কিশোরগঞ্জে বৃষ্টিতে ভিজে ৯ দফা দাবিতে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে শহরের শহীদী মসজিদের সামনে থেকে এ কর্মসূচিতে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদী মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক অভি চৌধুরী বলেন, ছাত্র-জনতার ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে ছাত্ররা রাজপথ ছেড়ে যাবে না। ছাত্র-সমাজ রাজপথে আছে, রাজপথে থাকবে। আমাদের ভাইদের রক্তের প্রতিটি কণার দাম রাজপথ থেকে নেবো।
তিনি বলেন, আমাদের অনেক ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। খুনিদের বিচার চাই। এ গণমিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি, যাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.