প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৪, ৬:১৮ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে পরিচ্ছন্নতা কর্মী ও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কেউ রাস্তা পরিস্কার করছে, কেউ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এভাবে কুড়িগ্রাম জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সাধারণ ছাত্র- ছাত্রীরা বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করছে। উলিপুরে কথা হলো টিম লিডার আসাদুল্লাহ গালিবের সাথে। তারা ৬টি গ্রুপে ২৪ জন করে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। কুড়িগ্রাম সদরে স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা এমনিভাবে দায়িত্ব পালন করছে।
ফুটপাতে দাড়িয়ে দেখছে উৎসুক জনতা। তারা অবাক হয়েছে। যাদের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হলো, তারা আবারো সাধারণ জনগনের কাতারে। হয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এভাবে দেশের সব অনিময় পরিস্কার করে সত্যিকারে সোনার বাংলা গঠন করবে এ প্রত্যাশা সবার।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.