আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে স্কুলের মাঠ দখলে দু’পক্ষের সংঘর্ষে চারজন আহত

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামের সাফি উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এন্ড প্রি-ক্যাডেট স্কুলের মাঠ আয়ত্বে আনতে গিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
ঝাউতলা গ্রামে অবস্থিত স্কুলের মাঠটি কয়েকদিন আগে একই গ্রামের আবদুল বারিকের ছেলে নূরে আলমগং কাটাতারের বেড়া দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুল মাঠে খেলার পথ রুদ্ধ করে। তদুপরি ছোটো ছোটো কয়েকটি টিনশেড ঘর স্থাপন করে। এ নিয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে গত ১৭ সেপ্টেম্বর এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উল্লেখ্য যে, স্থানীয় প্রশাসন কর্তৃক এ মাঠে ১৪৪ ধারা দেয়া আছে। প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ ১৯সেপ্টেম্বর সকাল ১১টায় ছাত্র-ছাত্রীরা খেলা-ধুলার প্রয়োজনে মাঠে নামলে দখলকাররা দেশিয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আবদুল বারিকের ছেলে নূরে আলমের নেতৃত্বে সদলবলে সন্ত্রাসীরা তাদেরকে কোপাতে শুরু করে। এতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ দিগবিদিক প্রাণভয়ে ছুটতে থাকে। এলাকার লোকজন আশংকাজনক অবস্থায় ৪জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাাপাতালে প্রেরণ করে। অন্যান্য আহত ছাত্র-ছাত্রীরা হাসপাতালের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেয়ার জন্য টিকেট সংগ্রহ করতে দেখা গেছে।
আহতদের মধ্যে (১)করিমগঞ্জ চরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ উম্মে সাইমা,(২) জাউতলা আলিম মাদরাসার প্রফেসর মোঃ আবদুর রউফ,(৩) ঝাউতলা গ্রামের আবদুল হান্নানের স্ত্রী নাসিমা আক্তার।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বলেন আমি এখনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবো।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ