কিশোরগঞ্জের ভৈরবে সেনাবাহিনী র্যাব পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ৫৫ কেজি গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল ও নগদ ১,৭৮,৭২০ টাকাসহ সাত টি মামলার আসামি সাইফুল ইসলাম(৩৩) আটক করেছে।
রবিবার ১ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাইফুল ইসলাম(৩৩) ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে।
স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ জানান ঘোড়াকান্দা রানীর বাজার এলাকায় যৌথ বাহিনী সেনাবাহিনী, র্যাব ও পুলিশ অভিযান পরিচালনা করে তল্লাশী ৫৫ পঞ্চান্ন কেজি মাদকদ্রব্য গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল, নগদ ১,৭৮,৭২০ টাকা, তরবারি ০ল১ টি, চাকু ০২ টি, মোবাইল ফোন ০৪ টি কেঁচি ০১ টি এবং ওয়েট মেশিনসহ তাকে আটক করা হয় ।
তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়ছে।