কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বৈদ্যুতিক লাইনে তার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার শ্রীনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম (২২) ওই গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৭টার দিকে নিজ বাড়ির বিচ্ছিন্ন হয়ে পরা বিদ্যুতের তার মূল বৈদ্যুতিক লাইনে সংযোগের কাজ করছিলেন মো. ইব্রাহিম (২২)। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।