আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযানে  কিশোরগঞ্জ  সদর উপজেলার বিন্নাটি এলাকায় অবস্থিত মেসার্স এম এম ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটাটি চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
 সোমবার ( ৫ ‌মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযা‌নে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরোজ তাসনিম। এছাড়াও অবস্থিত ছিলেন কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া, পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন মেজর মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশের সদস্যবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মমিন ভূঁইয়া  জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ