-
- কিশোরগঞ্জ
- কিশোরগঞ্জে ইফার সিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল
- Update Time : মে, ৭, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
- 44 View

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মুহাম্মদ মহসিন খান।
আলোচক ছিলেন ইফার সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম , ইফার ফিল্ড অফিসার ডক্টর মাও মো. কামরুল হাসান। ইফার সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার হাফেজ মাও একেএম মস্তোফা কামালের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফার মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, অভিভাবকদের থেকে মাও আব্দুর রাজ্জাক প্রমুখ।
পরে বাংলাদেশ ও জাতির সমৃদ্ধি অব্যাহত অগ্রগতি কামনা করে এবং সিরাতুন্নবী সা.প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উচ্চতর সাফল্য চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় ইফার কর্মকর্তাগণ,স্কুল মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ