আজ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে হাওর প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সাথে উপসচিবের মতবিনিময় 

কিশোরগঞ্জ প্রতিনিধি: হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা জীববৈচিত্র্য  সংরক্ষণ ও মানুষের জীবন মান উন্নয়ন সম্পর্কে প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরগঞ্জ সদরের ইমামদের সাথে মতবিনিময় করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া।
 । শনিবার বিকেলে ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়া।
 সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইফার কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মহসিন খান। বক্তব্য রাখেন হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা জীববৈচিত্র্য  সংরক্ষণ ও মানুষের জীবন মান উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো: মশিউর রহমান, ইফার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম ,হাওর প্রকল্পের ফিল্ড অফিসার মো:রিপন আহমেদ, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে মাও.আমিনুল হক সাদী, মাও মাঈন উদ্দিন,মাও কামরুল হাসান,মাও সাদেকুজ্জামান,মাও ইছামুদ্দিন প্রমুখ।
জনগণের  জীবন মান উন্নয়ন ও  জীববৈচিত্র্য  সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম” শীর্ষক প্রকল্প। সহযোগিতায় ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়। পরে বাংলাদেশ ও জাতির সমৃদ্ধি অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন সদর মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও আ.মতিন।
এসময় সদরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ