আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

 

লক্ষ্মীপুর প্রতিনিধি ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ অন্যান্যরা। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভিন্ন উপজেলা থেকে আসা স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
পরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউসুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের ছেলে-মেয়েরা মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞানচিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।
তিন দিনের এ মেলায় জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক স্টল স্থান পায়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ