আজ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া মাঈশা আক্তার (৭)  শিশু নিহত হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এ ঘটনা ঘটে। নিহত মাঈশা আক্তার করিমগঞ্জ পৌরসভার আশুতিয়া পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সে কিশোরগঞ্জ নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছিলো মাঈশা আক্তার। এসময় বিপরীত থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় মাঈশা আক্তার। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মোঃ এরশাদুল হক মাঈশা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।  এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ