আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জে পুকুরে ডুবে মোহাম্মদ মাহির (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বিকেলে জেলা শহরের রেলস্টেশন পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
মাহিরের বাবার নাম মোফাজ্জল হোসেন কচি। মাহিরের পরিবার জেলা শহরের পুরান থানায় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তাদের গ্রামের বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা-মুনিয়ারকান্দা গ্রামে।
মাহিরের চাচাতো ভাই বায়েজিদ জানান, দুপুরে মাহির বন্ধুদের নিয়ে আজিমুদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলে। পরে তিন বন্ধু মিলে গোসল করতে রেলওয়ে পুকুরে যায়। গোসল করার সময় তাদের বলটি পুকুরের মাঝখানে চলে যায়। সেটি আনতে গিয়ে মাহির পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা বাসায় খবর দেয়। পরিবারের লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাহিরের লাশ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,মাহির পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত ছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে তাঁদের ডুবুরি দল রেলওয়ে পুকুরে তল্লাশি চালায়। দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ