কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাগপাড়া তাজুর মোড়ে কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, যুগ্ন সাধারণ সম্পাদক লাল মিয়া।
অনুষ্ঠানে মো. মস্তফা মিয়া সভাপতিত্বে ও
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ সাদেক মুকুল এর সঞ্চালনায় অনন্যদের মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক
নাদিম মাহমুদ হারুন,পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেল, জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা, শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা।
জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি- বিদেশি চক্রান্ত কারীরা কখনো মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলের সুস্থ্যতা কামনা করে দোয়া করেন বাগপাড়া বাগান বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আ. সালাম।
এ সময় ৪নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া শেষে গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।