আজ ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে।

তারা হলো, পিপুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৮) ও রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা (৯)।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াসমিন ও তাইয়েবা গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশির সময় তাদের মরদেহ কাঁদার নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদিউর রশিদ দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ