প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার এলামনাই এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এলামনাই এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ জুন) সকাল ৯টায় হয়বতনগর এ.এউ কামিল মাদরাসা প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ এবং মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মাওলানা আজিজুল হক।
এলামনাইয়ের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে এলামনাইয়ের সাধারণ সম্পাদক ড. মুজাহিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি একে ফজলুল হক, সাবেক শিক্ষার্থী এ এফ এম ইমদাদ উল্লাহ, যুগ্ন সম্পাদক এস এম তৌফিক উল্লাহ, সহ সাধারন সম্পাদক মোঃ কুতুবুল আলম, মো.আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুহসিন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আ.ম.ম আব্দুল হক, মোঃ মুখলেসুর রহমান, সাঈদ বিন হাবিব, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল হুমায়দী, সহঃ দপ্তর সম্পাদক আলী আহসান মোঃ মুজাহিদ, প্রচার সম্পাদক মোঃ আবু হানিফ, সহ প্রচার সম্পাদক নকীবুল হক, প্রকাশনা সম্পাদক মাহফুজুল হক মাসুম তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়ালী উল্লাহ সিদ্দিকী বাসেল, ত্রান সম্পাদক শফিকুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক-সানাউল্লাহ, কার্যকরী সদস্য দেওয়ান জলিল দাদ খান, সম্মানিত সদস্য মোঃ আমিনুল হক সাদী, সদস্য মোঃ ছাইদুর রহমান, মোঃ আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার ৯০ বছর পুর্তি উপলক্ষে বর্তমান এবং পুরানো শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন ও নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য,১৯৩৪ সালে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সৈয়দ মোছলেহ উদ্দিন (রহ.) এর পৃষ্ঠপোষকতায় হয়বতনগর দেওয়ান বাড়ির সৈয়দ রাজিবউল্লাহ সাহেবের বাংলা ঘরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ এর নামে হয়বতনগর আনোয়ারুল উলুম আলিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়।
Copyright © 2025 Pratidin Sangbad. All rights reserved.