আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করিমগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

দলের স্মারক অনুযায়ী, আগামী তিন মাস অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই সমন্বয় কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রশিদ অন্তর, অ্যাডভোকেট শাহীন, মো. মোশাররফ হোসেন, মুস্তাফিজুর রহমান মামুন এবং পপি খানম।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন: অমিত সাহা, জামেনা আক্তার, ইকবাল হোসেন, মো. শফিকুল্লাহ ইবনে জিয়া, আফরোজা আক্তার রেখা, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, মো. ওসমান, সাবিহা ইয়াসমিন সেফা, মোজাম্মেল হক অপু, মো. ওমর ফারুক, মো. সাইদুল ইসলাম, মালা আক্তার, মো. আল আমিন এবং মো. মতিউর রহমান।

কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। কমিটি গঠনে সর্বাত্মক সহযোগিতা করেন কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক, করিমগঞ্জের কৃতি সন্তান খায়রুল কবির। গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যনির্ভর রাজনীতিকে তৃণমূলে পৌঁছে  দিতে এই সংগঠক সবার সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে দলটির করিমগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী মোবারক হোসেন বিডিচ্যানেলফোরকে বলেন, ‘দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী করিমগঞ্জে সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে এই কমিটি কাজ করবে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ