কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জ জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জ এর লাইব্রেরিয়ান আজিজুল হক‘র স্বাক্ষরিত তালিকাভূক্তি সনদে কিশোরগঞ্জের বেসরকারি গ্রন্থাগার হিসেবে 'পরেশ কিশোর গুপ্ত স্মৃতি গ্রন্থাগার'কে অনুমোদন দেয়া হয়। যার পাঠাগারের তালিকাভূক্তিকরণ সনদ নং কিশোর-১০৭, তারিখ- ২৫/০৬/২০২৫। উল্লেখ্য, এই বছরের প্রথম দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন কালটিয়া গ্রামের কিছু সম্ভাবনাময় তরুণ ছাত্র-ছাত্রী, লেখক ও বইপ্রেমীদের যৌথ প্রচেষ্টায় 'পরেশ কিশোর গুপ্ত স্মৃতি গ্রন্থাগার' নামে বেসরকারিভাবে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করছে গ্রন্থাগারটি। প্রতিষ্ঠার বছর সময়ের মধ্যেই গ্রন্থাগারটি নিবন্ধন পাওয়ায় "পরেশ কিশোর গুপ্ত স্মৃতি গ্রন্থাগার"র সাথে জড়িত সকলের পক্ষ হতে জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।গণগ্রন্থাগার অধিদপ্তর, ১০, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা কর্তৃক নিবন্ধিত হলো 'পরেশ কিশোর গুপ্ত স্মৃতি গ্রন্থাগার'।
"পড়িলে বই আলোকিত হই ,না পড়িলে বই অন্ধকারে রই" তালিকাভূক্তিকরণ সনদ নম্বরঃ কিশোর -১০৭ তারিখঃ ২৫/০৬/২০২৫।
আজ সকাল ১১ ঘটিকায় জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জে 'পরেশ কিশোর গুপ্ত স্মৃতি গ্রন্থাগারের সভাপতি পুলক কিশোর গুপ্ত'র হাতে সনদপত্র তুলে দেন জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জের লাইব্রেরিয়ান আজিজুল হক।